আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৪৮৬
আন্তর্জাতিক নং: ৫৯০৭
৩১২৭. কোঁকড়ানো চুল।
৫৪৮৬। আবু নু’মান (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর দু’হাত ও দু’পা ছিল গোশতবহুল। চেহারা ছিল সুন্দর; তাঁর আগে ও তাঁর পরে আমি তাঁর মত (এত অধিক সুন্দর) কাউকে দেখিনি। তাঁর হাতের তালু ছিল চওড়া।
باب الْجَعْدِ
5907 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَخْمَ اليَدَيْنِ وَالقَدَمَيْنِ، حَسَنَ الوَجْهِ، لَمْ أَرَ بَعْدَهُ وَلَا قَبْلَهُ مِثْلَهُ، وَكَانَ بَسِطَ الكَفَّيْنِ»
