আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৮৭
আন্তর্জাতিক নং: ৫৯০৮ - ৫৯১২
৩১২৭. কোঁকড়ানো চুল।
৫৪৮৭। আমর ইবনে আলী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এর দু’পা ছিল গোশতবহুল। চেহারা ছিল সুন্দর। আমি তার পরে তার ন্যায় (কাউকে এমন সুন্দর) দেখিনি।
হিশাম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে, নবী (ﷺ) এর দু’পা ও হাতের তালুদ্বয় গোশতে পরিপূর্ণ ছিল।
আবু হিলাল (রাহঃ) ......... আনাস (রাযিঃ) অথবা জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেনঃ নবী (ﷺ) এর তালুদ্বয় ও দুটি পা গোশতপূর্ণ ছিল। আমি তার পরে তার ন্যায় (কাউকে এত অধিক সুন্দর) দেখিনি।
باب الْجَعْدِ
حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هَانِئٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،. أَوْ عَنْ رَجُلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ضَخْمَ الْقَدَمَيْنِ، حَسَنَ الْوَجْهِ، لَمْ أَرَ بَعْدَهُ مِثْلَهُ.
وَقَالَ هِشَامٌ عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَثْنَ الْقَدَمَيْنِ وَالْكَفَّيْنِ.
وَقَالَ أَبُو هِلاَلٍ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ،. أَوْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ضَخْمَ الْكَفَّيْنِ وَالْقَدَمَيْنِ، لَمْ أَرَ بَعْدَهُ شَبَهًا لَهُ.
সহীহ বুখারী - হাদীস নং ৫৪৮৭ | মুসলিম বাংলা