আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৮৫
আন্তর্জাতিক নং: ৫৯০৬
৩১২৭. কোঁকড়ানো চুল।
৫৪৮৫। মুসলিম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এর মুবারক হাত গোশতে পরিপূর্ণ ছিল। তার পরে আর কাউকে তেমন দেখিনি। আর নবী (ﷺ) এর চুল ছিল মধ্যম ধরনের, বেশী কোকড়ানোও না, আর একেবারে সোজাও না।
باب الْجَعْدِ
5906 - حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَخْمَ اليَدَيْنِ، لَمْ أَرَ بَعْدَهُ مِثْلَهُ، وَكَانَ شَعَرُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجِلًا، لاَ جَعْدَ وَلاَ سَبِطَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫৪৮৫ | মুসলিম বাংলা