ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫২৫
হজ্ব - উমরার অধ্যায়
উট কীভাবে জবাই (নহর) করতে হবে
(১৫২৫) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে সাতটি উট দাঁড় করিয়ে রেখে জবাই (নহর) করেন।
كتاب الحج
عن أنس رضي الله عنه قال: نحر النبي صلى الله عليه وسلم بيده سبع بدن قياما