ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫২৬
উট কীভাবে জবাই (নহর) করতে হবে
(১৫২৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সাহাবিগণের উট জবাই পদ্ধতি ছিল এই যে, উটটির সামনের বামপা বাঁধা হত এবং উটটি বাকি তিন পায়ের উপর দাঁড়িয়ে থাকত। এই অবস্থায় তাকে জবাই করা হত ।
عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأصحابه كانوا ينحرون البدنة معقولة اليسرى قائمة على ما بقي من قوائمها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫২৬ | মুসলিম বাংলা