ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫২৪
হাদঈ কী
(১৫২৪) তাবিয়ি আবু হামযা বলেন, আমি ইবন আব্বাস রা.কে তামাত্তু' হজ্জ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তামাত্তু' করতে নির্দেশ দিলেন । এবং আমি তাকে হাদঈ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, উট, গরু, বকরি; অথবা কয়েকজনে একটি পশু— সবই হাদঈর অন্তর্ভুক্ত।
عن أبي جمرة قال: سألت ابن عباس رضي الله عنهما عن المتعة فأمرني بها وسألته عن الهدي فقال فيها جزور أو بقرة أو شاة أو شرك في دم
