ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫২৩
হজ্ব - উমরার অধ্যায়
ভেড়া-ছাগলের গলায় চিহ্ন ঝোলানো
(১৫২৩) আয়িশা রা. বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) হাদঈ হিসাবে ভেড়া-ছাগল প্রেরণ করেন। তিনি সেগুলোর গলায় চিহ্ন ঝুলিয়ে দেন ।
كتاب الحج
عن عائشة رضي الله عنها قالت: أهدى النبي صلى الله عليه وسلم مرة غنما فقلدها

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-১৭০১; সহীহ মুসলিম, হাদীস-১৩২১; সুনান আবু দাউদ, হাদীস-১৭৫৫; সুনান নাসায়ি, হাদীস-২৭৮৭; সুনান ইবন মাজাহ, হাদীস-৩০৯৬]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)