ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫১৮
 হজ্ব - উমরার অধ্যায়
মৃতব্যক্তি ও অতিবৃদ্ধের পক্ষ থেকে হজ্জ পালন
(১৫১৮) ফাদল ইবন আব্বাস রা. বলেন, খাসআম গোত্রের একজন মহিলা বলেন, হে আল্লাহর রাসূল, আমার আব্বা অত্যন্ত বৃদ্ধ আল্লাহর ফরয ইবাদত হজ্জ তার উপর রয়েছে। কিন্তু তিনি তার উটের পিঠে বসে থাকতে পারেন না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি তার পক্ষ থেকে হজ্জ করো।
كتاب الحج
عن الفضل بن عباس رضي الله عنه أن امرأة من خثعم قالت: يا رسول الله إن أبي شيخ كبير عليه فريضة الله في الحج وهو لا يستطيع أن يستوي على ظهر بعيره فقال النبي صلى الله عليه وسلم فحجي عنه