ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫১৭
মৃতব্যক্তি ও অতিবৃদ্ধের পক্ষ থেকে হজ্জ পালন
(১৫১৭) ইবন আব্বাস রা. বলেন, জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেন এবং বলেন, আমার আম্মা হজ্জ করবেন বলে মানত করেছিলেন। কিন্তু তিনি হজ্জ না করেই মৃত্যুবরণ করেছেন । আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি? তিনি বলেন, হ্যাঁ।
عن ابن عباس رضي الله عنهما أن امرأة من جهينة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت: إن أمي نذرت أن تحج فلم تحج حتى ماتت أفأحج عنها؟ قال نعم حجي عنها
