ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫১৬
হজ্ব - উমরার অধ্যায়
যে সকল দিনে উমরাহ পালন মাকরূহ
(১৫১৬) আয়িশা রা. বলেন, বছরের যখন ইচ্ছা উমরাহ পালন করতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র পাঁচটি দিন ব্যতীত: আরাফার দিন, কুরবানীর দিন এবং তাশরীকের দিনগুলো (যুলহজ্জ মাসের ৯-১৩ তারিখ)।
كتاب الحج
عن عائشة رضي الله عنها أنها قالت: لا بأس بالعمرة في أي السنة شئت ما خلا خمسة أيام: يوم عرفة ويوم النحر وأيام التشريق
tahqiqতাহকীক:তাহকীক চলমান