ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫১৬
হজ্ব - উমরার অধ্যায়
যে সকল দিনে উমরাহ পালন মাকরূহ
(১৫১৬) আয়িশা রা. বলেন, বছরের যখন ইচ্ছা উমরাহ পালন করতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র পাঁচটি দিন ব্যতীত: আরাফার দিন, কুরবানীর দিন এবং তাশরীকের দিনগুলো (যুলহজ্জ মাসের ৯-১৩ তারিখ)।
كتاب الحج
عن عائشة رضي الله عنها أنها قالت: لا بأس بالعمرة في أي السنة شئت ما خلا خمسة أيام: يوم عرفة ويوم النحر وأيام التشريق
হাদীসের তাখরীজ (সূত্র):
(মুহাম্মাদ কিতাবুল আসারে। বাইহাকি কাছাকাছি শব্দে হাদীসটি সঙ্কলন করেছেন। হাদীসটির সনদ সহীহ। সায়ীদ ইবন মানসুর হাসান সনদে অনুরূপ মতামত ইবন আব্বাস থেকে সঙ্কলন করেছেন)। [আবু ইউসুফ, কিতাবুল আসার, হাদীস-৫৩২; মুহাম্মাদ, কিতাবুল আসার, তাহকীক: আহমাদ ঈসা, হাদীস-৩৪৩]
[আহমাদ ঈসা বলেন, আয়িশা রা. থেকে বর্ণনাকারী বৃদ্ধা অজ্ঞাতপরিচয় হওয়ার কারণে হাদীসটির সনদ মুনকাতি' বা বিচ্ছিন্ন। গ্রন্থকার টীকায় বলেন, এই বৃদ্ধা হচ্ছেন মুআযাহ আদাবিয়্যাহ, তিনি নির্ভরযোগ্য । দেখুন: ইবন হাজার, তা'জীলুল মানফাআহ ২/৬৮৪; তাকরীবুত তাহযীব, পৃ. ৭৫৩; আহমাদ ঈসা মাআসারাবি, তাহকীক কিতাবুল আসার ১/৩৬৪। -সম্পাদক]
[আহমাদ ঈসা বলেন, আয়িশা রা. থেকে বর্ণনাকারী বৃদ্ধা অজ্ঞাতপরিচয় হওয়ার কারণে হাদীসটির সনদ মুনকাতি' বা বিচ্ছিন্ন। গ্রন্থকার টীকায় বলেন, এই বৃদ্ধা হচ্ছেন মুআযাহ আদাবিয়্যাহ, তিনি নির্ভরযোগ্য । দেখুন: ইবন হাজার, তা'জীলুল মানফাআহ ২/৬৮৪; তাকরীবুত তাহযীব, পৃ. ৭৫৩; আহমাদ ঈসা মাআসারাবি, তাহকীক কিতাবুল আসার ১/৩৬৪। -সম্পাদক]