ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫১৫
উমরার মর্যাদা
(১৫১৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক উমরাহ থেকে পরবর্তী উমরাহ উভয়ের মধ্যবর্তী যা কিছু (পাপ-অন্যায়) তার কাফফারা বা ক্ষতিপূরণ ।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: العمرة إلى العمرة كفارة لما بينهما
