ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫১৪
ওযর বা অসুস্থতা আটকে দিলে হালাল হবে এবং পরের বছর কাযা করবে
(১৫১৪) তাবিয়ি সুলাইমান ইবন ইয়াসার বলেন, আবু আইউব আনসারি রা. হজ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি যখন মক্কার রাস্তায় নাযিয়া নামক স্থানে আগমন করেন তখন তার উটগুলো হারিয়ে ফেলেন। পরে তিনি কুরবানীর দিনে (যিলহজ্জ মাসের ১০ তারিখে) মিনায় উমার ইবনুল খাত্তাব রা.র নিকট আগমন করেন এবং তাকে বিষয়টি জানান। তখন উমার রা. বলেন, উমরাহ পালনকারী যা করে আপনি তা করুন (আপনি একটি উমরাহ পালন করুন) এবং এতেই আপনি হালাল হয়ে যাবেন। এরপর যদি আগামী বছরের হজ্জ আপনাকে পায় তাহলে আপনি হজ্জ করবেন এবং সাধ্যানুসারে হাদঈ বা হজ্জের পশু কুরবানী করবেন ।
عن سليمان بن يسار أن أبا أيوب الأنصاري رضي الله عنه خرج حاجا حتى إذا كان بالنازية من طريق مكة أضل رواحله وإنه قدم على عمر بن الخطاب رضي الله عنه يوم النحر فذكر ذلك له فقال عمر: إصنع كما يصنع المعتمر ثم قد حللت فإذا أدركك الحج قابلا فالحجج وأهد ما استيسر من الهدي
