ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫১৩
ওযর বা অসুস্থতা আটকে দিলে হালাল হবে এবং পরের বছর কাযা করবে
(১৫১৩) ইবন আব্বাস রা. বলেন, যদি কেউ হজ্জ বা উমরার ইহরাম করে, অতঃপর কোনো কষ্টদায়ক পীড়া বা অন্য কোনো আটকানো ওযর তাকে বাইতুল্লাহ থেকে আটকে দেয় তাহলে তাকে তার কাযা করতে হবে।
عن ابن عباس رضي الله عنهما من أحرم بحج أو بعمرة ثم حبس عن البيت بمرض يجهده أو عذر يحبسه فعليه قضاؤها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫১৩ | মুসলিম বাংলা