ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫১২
ওযর বা অসুস্থতা আটকে দিলে হালাল হবে এবং পরের বছর কাযা করবে
(১৫১২) তাবিয়ি ইকরিমা বলেন, হাজ্জাজ ইবন আমর আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কারো শরীরের কোনো অঙ্গ ভেঙ্গে যায় বা কেউ খোঁড়া হয়ে যায় (দ্বিতীয় বর্ণনায়: অথবা অসুস্থ হয়ে পড়ে) তাহলে সে হালাল হয়ে যাবে (তার হজ্জ বা উমরার ইহরাম ভেঙ্গে দেবে)। তাকে পরের বছর হজ্জ করতে হবে। ইকরিমা বলেন, আমি ইবন আব্বাস রা. ও আবু হুরাইরা রা. উভয়কে জিজ্ঞাসা করলাম, তারা বললেন, তিনি সত্য বলেছেন।
عن عكرمة عن الحجاج بن عمرو الأنصاري رضي الله عنه مرفوعا: من كسر أو عرج (أو مرض كما في رواية) فقد حل وعليه الحج من قابل قال عكرمة سألت ابن عباس وأبا هريرة رضي الله عنهما عن ذلك فقالا صدق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫১২ | মুসলিম বাংলা