ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫১৯
মৃতব্যক্তি ও অতিবৃদ্ধের পক্ষ থেকে হজ্জ পালন
(১৫১৯) আবু রাযীন উকাইলি রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা অত্যন্ত বৃদ্ধ। তিনি হজ্জ করতে অক্ষম, উমরাহ করতে অক্ষম এবং আরোহণেও অক্ষম। তখন তিনি বলেন, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ করো এবং উমরা করো।
عن أبي رزين العقيلي رضي الله عنه أنه أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أبي شيخ كبير لا يستطيع الحج ولا العمرة ولا الظعن قال: حج عن أبيك واعتمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫১৯ | মুসলিম বাংলা