ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫০১
হজ্ব - উমরার অধ্যায়
হায়েনা শিকারযোগ্য পশু এবং এর জন্য ভেড়া ফিদইয়া দিতে হবে
(১৫০১) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে হায়েনা সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, হায়েনাও শিকারযোগ্য পশু এবং যদি কোনো ইহরামরত ব্যক্তি হায়েনা শিকার করে তাহলে তাকে ক্ষতিপূরণ বা ফিদইয়া হিসাবে একটি ভেড়া প্রদান করতে হবে।
كتاب الحج
عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم سئل عن الضبع فقال هي من الصيد وجعل فيها إذا أصابه (صاده) المحرم كبشاً

হাদীসের তাখরীজ (সূত্র):

[তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৩৭৬২]

১। হায়েনা মাংসাশী বন্যপ্রাণি। কিন্তু আরবদের মধ্যে প্রাচীনকাল থেকে হায়েনা শিকার ও তার গোশত ভক্ষণের রীতি প্রচলিত ছিল। এর গোশত ভক্ষণের বৈধতার বিষয়ে ফকীহগণের মতভেদ আছে। (অনুবাদক)
২। হাদীসটি আবু দাউদও সঙ্কলন করেছেন। এছাড়া সংক্ষেপে হাদীসটি নাসায়ি, ইবন মাজাহ ও আহমাদ সঙ্কলন করেছেন। (অনুবাদক) [আবু দাউদ-৩৮০১; ইবন মাজাহ-৩০৮৫; নাসায়ি-৪৩২৩; আহমাদ-১৪১৬৫]
tahqiqতাহকীক:তাহকীক চলমান