ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫০২
ইহরামকারী শিকার করলে তার ক্ষতিপূরণ হবে শিকারের আকৃতি অনুসারে
(১৫০২) কুরআন কারীমে এরশাদ করা হয়েছে: 'হে মুমিনগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকারজন্তু বধ কোরো না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে তা বধ করলে যা বধ করল তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু, যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দুইজন ন্যায়বান লোক কাবাতে প্রেরিতব্য কুরবানীরূপে। অথবা তার কাফফারা হবে দরিদ্রকে খাদ্যদান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা; যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে।'এই আয়াতের ব্যাখ্যায় ইবন আব্বাস রা. বলেন, যদি ইহরামকারী ব্যক্তি শিকার বধ করে তাহলে তার প্রতিফল হিসেবে গৃহপালিত জন্তুর বিধান দিতে হবে। যদি অনুরূপ গৃহপালিত পশুর ব্যবস্থা করতে না পারে তাহলে দেখতে হবে, শিকারকৃত জন্তুটির মূল্য কত । অতঃপর তার মূল্য খাদ্যে নির্ধারণ করতে হবে (শিকারকৃত পশুর দাম দিয়ে কী পরিমাণ খাদ্য ক্রয় করা যায় তা নির্ধারণ করতে হবে)। এরপর সে প্রত্যেক অর্ধ সা' (প্রায় ১ কেজি ৬৫০ গ্রাম) খাদ্যের জন্য একদিন সিয়াম পালন করবে। আল্লাহ বলেছেন, অথবা তার কাফফারা হবে দরিদ্রকে খাদ্যদান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা। ইবন আব্বাস রা. বলেন, এখানে খাদ্য দ্বারা সিয়াম বোঝানো হয়েছে। আর যখন খাদ্য পাওয়া গেল তখন তার প্রতিফলও পাওয়া গেল।
عن ابن عباس رضي الله عنهما: فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوا عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما قال: إذا أصاب المحرم الصيد حكم عليه جزاؤه من النعم فإن لم يجد نظر كم ثمنه قال ابن حميد: نظر كم قيمته فقوم عليه ثمنه طعاما فصام مكان كل نصف صاع يوما أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما. قال: إنما أريد بالطعام الصيام فإذا وجد الطعام وجد جزاءه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫০২ | মুসলিম বাংলা