ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫০০
ইহরামরত ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় ও হারামের মধ্যে যে সকল প্রাণি হত্যা করা বৈধ
(১৫০০) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইহরামরত ব্যক্তি সাপ ও নেকড়ে হত্যা করবে।
عن سعيد بن المسيب مرفوعا : يقتل المحرم الحية والذئب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫০০ | মুসলিম বাংলা