ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৯৯
ইহরামরত ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় ও হারামের মধ্যে যে সকল প্রাণি হত্যা করা বৈধ
(১৪৯৯) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইহরামরত ব্যক্তি সকল ক্ষতিকারক বণ্যপ্রাণি, কামড়ানো কুকুর, ইঁদুর, বিচ্ছু, চিল ও কাক হত্যা করবে।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا : قال يقتل المحرم السبع العادي والكلب العقور والفأرة والعقرب والحدأة والغراب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৯৯ | মুসলিম বাংলা