ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৯৮
ইহরামরত ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় ও হারামের মধ্যে যে সকল প্রাণি হত্যা করা বৈধ
(১৪৯৮) ইবন উমার রা. থেকে বর্ণিত, একব্যক্তি তাকে প্রশ্ন করে, ইহরামরত ব্যক্তি কী কী প্রাণি হত্যা করতে পারে? তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈকা স্ত্রী বলেছেন যে, তিনি খেপা বা কামড়ানো কুকুর, ইঁদুর, বিচ্ছু, চিল, কাক ও সাপ হত্যা করতে নির্দেশ দিতেন।
عن ابن عمر رضي الله عنهما أن رجلا سأله ما يقتل الرجل من الدواب وهو محرم؟ قال حدثتني إحدى نسوة النبي صلى الله عليه وسلم أنه كان يأمر بقتل الكلب العقور والفأرة والعقرب والحديا والغراب والحية
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৯৮ | মুসলিম বাংলা