ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৯৭
ইহরামরত ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় ও হারামের মধ্যে যে সকল প্রাণি হত্যা করা বৈধ
(১৪৯৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাঁচ প্রকারের প্রাণি সবগুলোই অবাধ্য-ক্ষতিকারী। এদেরকে হারামের মধ্যে হত্যা করা যাবে। কাক, চিল, বিছে, ইঁদুর ও কামড়ানো কুকুর বা পাগলা কুকুর
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من الدواب كلهن فاسق يقتلهن في الحرم الغراب والحدأة والعقرب والفأرة والكلب العقور….والغراب الأبقع ….الحية
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৯৭ | মুসলিম বাংলা