ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৯৬
কেউ আরাফাতে অবস্থানের পরে স্ত্রী-গমন করলে তার বিধান
(১৪৯৬) তাবিয়ি মুজাহিদ বলেন, একব্যক্তি ইবন আব্বাস রা.র নিকট আগমন করে বলে, আমি ইহরামরত অবস্থায় আমার স্ত্রীকে চুমু খাই এবং আমি আমার মিলনেচ্ছার তীব্রতাসহ নিক্ষেপ করি। তিনি বলেন, তুমি অতিরিক্ত কামুক । তুমি ক্ষতিপূরণ হিসেবে পশু জবাই করবে এবং তোমার হজ্জ পূর্ণ হয়েছে বলে গণ্য হবে।
عن مجاهد عن ابن عباس رضي الله عنهما أن رجلا أتاه فقال: إن قبلت امرأتي وأنا محرم فحذفت بشهوتي فقال إنك شبق أهرق دما وتم حجك
