ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৯৫
হজ্ব - উমরার অধ্যায়
কেউ আরাফাতে অবস্থানের পরে স্ত্রী-গমন করলে তার বিধান
(১৪৯৫) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যদি হাজি আরাফাত থেকে ফেরার পরে স্ত্রী সহবাস করে তাহলে তাকে একটি উট বা গরু ক্ষতিপূরণ হিসেবে জবাই করতে হবে। সে হজ্জের বাকি কর্মকাণ্ডগুলো পালন করবে। তার হজ্জ পূর্ণ বলে গণ্য হবে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: إذا جامع بعدما يفيض من عرفات فعليه بدنة ويقضي ما بقي من حجه وتم حجه
tahqiqতাহকীক:তাহকীক চলমান