ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৯৪
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জের একটি কর্মকে আরেকটি কর্মের আগে আদায় করার বিধান
(১৪৯৪) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কেউ তার হজ্জের কোনো কর্ম আগে করে বা পিছে করে তাহলে সে যেন সে কারণে পশু জবাই করে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما من قدم شيئاً من حجه أو أخره فليهرق لذلك دما
হাদীসের তাখরীজ (সূত্র):
[তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৪০৮১; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৪৯৫৮]
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, হজ্জের কর্মকাণ্ড আগে-পিছে করলে ‘অসুবিধা নেই' বলে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। এর ব্যাখ্যা হল, এতে গোনাহ হবে না বা হজ্জ নষ্ট হবে না। এর অর্থ এই নয় যে, এই আগে-পিছে করার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। রাসূলুল্লাহ (ﷺ) কে যিনি প্রশ্ন করেছিলেন তিনি মাসআলাটি জানতেন না। হাদীসটির অন্য শব্দে তা বোঝা যায়, যেখানে প্রশ্নকারী বলেন: لم اشعر ‘আমি বুঝতে পারি নি’। আল্লাহই ভালো জানেন।