ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৮৯
হজ্ব - উমরার অধ্যায়
ইহরামকারীর জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ এবং মেহেদিও এর অন্তর্ভুক্ত
(১৪৮৯) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি ইহরামরত অবস্থায় সুগন্ধি ব্যবহার করবে না এবং মেহেদি স্পর্শ করবে না; কারণ তা সুগন্ধি ।
كتاب الحج
عن أم سلمة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: لا تطيبي وأنت محرمة ولا تمسي الحناء فإنه طيب
হাদীসের তাখরীজ (সূত্র):
(তাবারানি হাসান সনদে।** নাসায়ি শক্তিশালী সনদে এই অর্থে একটি হাদীস উদ্ধৃত করেছেন) । [তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-১০১২; আসকালানি, আদ দিরায়াহ ২/৩৯]
** এই হাদীসটির একমাত্র বর্ণনাকারী ইবন লাহিয়া। তার গ্রহণযোগ্যতার বিষয়ে মতভেদ রয়েছে। হাইসামি তার বর্ণিত হাদীস হাসান বলে উল্লেখ করেছেন। বাইহাকি ও অন্যান্য মুহাদ্দিস ইবন লাহিয়ার কারণে এই হাদীসটিকে যয়ীফ বলে উল্লেখ করেছেন। দেখুন: হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ৩/২১৮-২১৯; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/১২৪। ( গ্রন্থকারের টীকার আলোকে)
** এই হাদীসটির একমাত্র বর্ণনাকারী ইবন লাহিয়া। তার গ্রহণযোগ্যতার বিষয়ে মতভেদ রয়েছে। হাইসামি তার বর্ণিত হাদীস হাসান বলে উল্লেখ করেছেন। বাইহাকি ও অন্যান্য মুহাদ্দিস ইবন লাহিয়ার কারণে এই হাদীসটিকে যয়ীফ বলে উল্লেখ করেছেন। দেখুন: হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ৩/২১৮-২১৯; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/১২৪। ( গ্রন্থকারের টীকার আলোকে)