ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৮৮
ঋতুমতী মহিলা পবিত্র না হওয়া পর্যন্ত বাইতুল্লাহর তাওয়াফ করবে না
(১৪৮৮) আয়িশা রা. থেকে বর্ণিত, (বিদায় হজ্জের সফরে মক্কার নিকটে) সারিফ নামক স্থানে তিনি ঋতুমতী হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, একজন হাজি যা যা করেন তুমি তা সবই করো (তুমি হজ্জের সকল বিধান পালন করো), তবে তুমি পবিত্র না হওয়া পর্যন্ত বাইতুল্লাহর তাওয়াফ করবে না।
عن عائشة رضي الله عنها لما حاضت بسرف قال لها النبي صلى الله عليه وسلم: فافعلي ما يفعل الحاج غير أن لا تطوفي بالبيت حتى تطهري
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৮৮ | মুসলিম বাংলা