ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৮৭
সুন্নত হল হজ্জের মাসগুলোর মধ্যে ছাড়া হজ্জের ইহরাম করবে না
(১৪৮৭) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, সুন্নত হল, হজ্জের মাসগুলোর মধ্যে ছাড়া হজ্জের ইহরাম করবে না ।
عن ابن عباس رضي الله عنهما قال: من السنة أن لا يحرم بالحج إلا في أشهر الحج
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৮৭ | মুসলিম বাংলা