ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৯০
হজ্জের মধ্যে নিষিদ্ধ কর্ম করলে তার ফিদইয়া বা ক্ষতিপূরণ
(১৪৯০) তাবিয়ি আব্দুল্লাহ ইবন মা'কিল বলেন, আমি সাহাবি কা'ব ইবন উজরাহ রা.র নিকট বসে ছিলাম। তিনি তখন মসজিদের মধ্যে অবস্থান করছিলেন। তখন আমি তাকে ‘তাহলে সিয়াম সাদাকা অথবা কুরবানী দ্বারা তার ফিদইয়া দিবে'** এই আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন কা'ব রা. বললেন, এই আয়াতটি আমার বিষয়েই নাযিল হয়েছিল। আমার মাথায় (উকুন-জনিত) কষ্ট ছিল। তখন আমাকে এমন অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আনয়ন করা হল যে, আমার মাথা থেকে উকুন আমার মুখের উপর ছিটিয়ে পড়ছে । তখন তিনি বলেন, আমি জানতাম না যে, তোমার কষ্ট এই পর্যায়ে পৌঁছেছে। তুমি কি একটি ছাগি যোগাড় করতে পার? আমি বললাম, না। তখন এই আয়াত নাযিল হল: 'তাহলে সিয়াম সাদাকা অথবা কুরবানী দ্বারা তার ফিদইয়া দিবে'। তিনি বললেন, তিনদিন সিয়াম পালন করবে অথবা ছয়জন দরিদ্রকে খাদ্য প্রদান করবে। প্রত্যেক দরিদ্রকে অর্ধ সা’ (প্রায় পৌনে দুই কেজি) খাদ্য প্রদান করবে। তিনি বলেন, আয়াতটি আমার বিষয়ে বিশেষভাবে নাযিল হয়েছে তবে এর বিধান সাধারণভাবে তোমাদের সবার জন্য ।
عن عبد الله بن معقل قال: قعدت إلى كعب رضي الله عنه وهو في المسجد فسألته عن هذه الآية: ففدية من صيام أو صدقة أو نسك فقال كعب رضي الله عنه نزلت في كان بي أذى من رأسي فحملت إلى رسول الله صلى الله عليه وسلم والقمل يتناثر على وجهي فقال ما كنت أرى أن الجهد بلغ منك ما أرى أتجد شاة؟ فقلت لا فنزلت هذه الآية: ففدية من صيام أو صدقة أو نسك قال صوم ثلاثة أيام أو إطعام ستة مساكين نصف صاع طعاما لكل مسكين قال فنزلت في خاصة وهي لكم عامة
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৯০ | মুসলিম বাংলা