ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৬৮
রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে ‘কিরান হজ্জ' আদায় করেছেন
(১৪৬৮) আনাস রা. বলেন, আমি শুনলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) বলছেন, উমরাহ ও হজ্জের জন্য লাব্বাইকা ।
عن أنس رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: لبيك بعمرة وحج
