ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৬৯
হজ্ব - উমরার অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে ‘কিরান হজ্জ' আদায় করেছেন
(১৪৬৯) আনাস ইবন মালিক রা. বলেন, (রাসূলুল্লাহ (ﷺ) মদীনা থেকে যুহর পড়ে রওয়ানা দেন। যুল হুলাইফায় আসর পড়েন এবং সেখানে রাত্রি যাপন করেন। ফজরের সালাতের পরে তিনি বাহনে আরোহণ করেন।) যখন তাঁর বাহন তাঁকে নিয়ে বাইদা প্রান্তরে দণ্ডায়মান হল তখন তিনি হজ্জ এবং উমরার তালবিয়া পাঠ করলেন।
كتاب الحج
عن أنس بن مالك رضي الله عنه... حتى إذا استوت به البيداء أهل بعمرة وحجة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৬৯ | মুসলিম বাংলা