ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৬৭
রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে ‘কিরান হজ্জ' আদায় করেছেন
(১৪৬৭) উমার রা. বলেন, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আজ রাতে আমার নিকট আমার প্রভুর পক্ষ থেকে এক আগন্তুক এসে বলেন- তিনি তখন (মদীনার উপকণ্ঠে) আকীক উপত্যকায় ছিলেন- আপনি এই বরকতময় উপত্যকায় সালাত আদায় করুন এবং বলুন, হজ্জের মধ্যে উমরাহ।
عن عمر رضي الله عنه قال: حدثني النبي صلى الله عليه وسلم قال أتاني الليلة آت من ربي وهو بالعقيق أن صل في هذا الوادي المبارك وقل عمرة في حجة
