ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৬৬
রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে ‘কিরান হজ্জ' আদায় করেছেন
(১৪৬৬) আয়িশা রা. বলেন, আমরা বিদায় হজ্জের বছরে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বের হলাম। আমাদের মধ্যে কেউ উমরার জন্য ইহরাম করলেন, কেউ উমরাহ এবং হজ্জ একত্রে (কিরান) পালনের জন্য ইহরাম করেন এবং কেউ হজ্জের ইহরাম করেন। রাসূলুল্লাহ (ﷺ) হজ্জের জন্য ইহরাম করেন। যারা হজ্জের ইহরাম করেন অথবা যারা হজ্জ ও উমরাহ একত্রে পালনের জন্য ইহরাম করেন তারা জিলহজ্জ মাসের দশ তারিখ কুরবানীর দিনের আগে হালাল হন নি।
عن عائشة رضي الله عنها أنها قالت: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام حجة الوداع فمنا من أهل بعمرة ومنا من أهل بحجة وعمرة ومنا من أهل بالحج وأهل رسول الله صلى الله عليه وسلم بالحج فأما من أهل بالحج أو جمع الحج والعمرة لم يحلوا حتى كان يوم النحر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৬৬ | মুসলিম বাংলা