ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৬৫
হাজির মর্যাদা এবং তিনি যার জন্য ক্ষমা চাইবেন তার মর্যাদা
(১৪৬৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ, আপনি হাজিকে ক্ষমা করুন এবং হাজি যার জন্য ক্ষমা চায় তাকেও ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: اللهم اغفر للحاج ولمن استغفر له الحاج
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৬৫ | মুসলিম বাংলা