ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৫৯
মিনা ত্যাগের পরে বিদায়ি তাওয়াফের পূর্বে মুহাসসাব প্রান্তরে অবস্থান করা
(১৪৫৯) আনাস ইবন মালিক রা. নবী রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে বর্ণনা করেছেন, তিনি যুহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করে মুহাসসাব প্রান্তরে কিছু সময় ঘুমালেন। এরপর তিনি তাঁর বাহনে আরোহণ করে বাইতুল্লাহয় আগমন করেন এবং (বিদায়ি) তাওয়াফ করেন।
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه صلى الظهر والعصر والمغرب والعشاء ورقد رقدة بالمحصب ثم ركب إلى البيت فطاف به
