ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৫৮
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৮) উমার র. বলেন, যে ব্যক্তি হজ্জ শেষে মিনা ত্যাগের দিন রাতেই তার পরিবার পরিজন আগে পাঠিয়ে দেবে তার হজ্জ হবে না।** হাদীটির দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, যার পরিবার-পরিজন মিনা ত্যাগের দিনে আগে আগে রাতেই মিনা ত্যাগ করবে তার হজ্জ হবে না।
كتاب الحج
عن عمر رضي الله عنه قال: من قدم ثقله ليلة النفر فلا حج له... من تقدم ثقله من منى ليلة نفر فلا حج له
tahqiqতাহকীক:তাহকীক চলমান