ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৫৭
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৭) ইবন উমার রা. বলেন, উমার রা. নিষেধ করতেন যে, কেউ আকাবার (মিনা ও মক্কার মাঝের গিরিপথ) পেছনে রাত্রিযাপন করবে । তিনি তাদের নির্দেশ দিতেন মিনায় প্রবেশ করতে।
عن ابن عمر رضي الله عنهما قال: كان عمر رضي الله عنهما ينهى أن يبيت أحد من وراء العقبة وكان يأمرهم أن يدخلوا منى
