ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৫৬
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উটের রাখালদের রাত্রিতে কঙ্কর নিক্ষেপের অনুমতি প্রদান করেন।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم رخص لرعاة الإبل أن يرموا بالليل
হাদীসের তাখরীজ (সূত্র):
[মুসনাদ বাযযার, হাদীস-৫৭৪৮; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-৫৫৯১]
হাইসামি মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে ৩/২৬০ উল্লেখ করেছেন যে, এই হাদীসটি বর্ণনা করেছেন মুসলিম ইবন খালিদ যানজি নামক একজন তাবি’-তাবিয়ি (মৃ. ১৭৯ হি.)। হাদীসের ইমামগণ তাকে যয়ীফ বলেছেন। তবে কেউ কেউ তাকে গ্রহণযোগ্য বা বিবেচনাযোগ্য বলে উল্লেখ করেছেন। যাইলায়ি নাসবুর রায়াহ গ্রন্থে (৩/৮৬) বিষয়টি উল্লেখ করেছেন। (অনুবাদক)
হাইসামি মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে ৩/২৬০ উল্লেখ করেছেন যে, এই হাদীসটি বর্ণনা করেছেন মুসলিম ইবন খালিদ যানজি নামক একজন তাবি’-তাবিয়ি (মৃ. ১৭৯ হি.)। হাদীসের ইমামগণ তাকে যয়ীফ বলেছেন। তবে কেউ কেউ তাকে গ্রহণযোগ্য বা বিবেচনাযোগ্য বলে উল্লেখ করেছেন। যাইলায়ি নাসবুর রায়াহ গ্রন্থে (৩/৮৬) বিষয়টি উল্লেখ করেছেন। (অনুবাদক)