ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৫৫
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৫) আয়িশা রা. বলেন, (তাওয়াফে ইফাদা পালনের) পরে রাসূলুল্লাহ (ﷺ) মিনায় ফিরে আসেন। তিনি সেখানে তাশরীকের দিনগুলোতে রাত্রিযাপন করেন । তিনি সূর্য মধ্যগগন থেকে ঢলে পড়লে জামরায় কঙ্কর নিক্ষেপ করতেন। প্রত্যেক জামরায় তিনি সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন। প্রতিটি কঙ্করের সাথে 'আল্লাহু আকবার' বলতেন। প্রথম ও দ্বিতীয় জামরার নিকট (কঙ্কর নিক্ষেপের পরে) অবস্থান করতেন এবং দীর্ঘসময় ধরে দাঁড়িয়ে কান্নাকাটি-কাকুতি মিনতি করে দুআ করতেন। এবং (তারপর) তৃতীয় জামরায় কঙ্কর নিক্ষেপ করতেন এবং তার নিকট দাঁড়াতেন না।
عن عائشة رضي الله عنها... ثم رجع إلى منى فمكث بها ليالي أيام التشريق يرمي الجمرة إذا زالت الشمس كل جمرة بسبع حصيات يكبر مع كل حصاة ويقف عند الأولى والثانية فيطيل القيام ويتضرع ويرمي الثالثة ولا يقف عندها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৫৫ | মুসলিম বাংলা