ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৫৪
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরবানীর দিনে (জিলহাজ্জ মাসের ১০ তারিখে) তাওয়াফে ইফাদা আদায় করেন। অতঃপর তিনি ফিরে এসে মিনায় যুহরের সালাত আদায় করেন।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أفاض يوم النحر ثم رجع فصلى الظهر يمني
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)