ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৫৩
তাওয়াফে ইফাদার পূর্বে সুগন্ধি ব্যবহার
(১৪৫৩) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর ইহরাম অবস্থার জন্য ইহরামের পূর্বে সুগন্ধি মাখিয়ে দিয়েছি এবং তিনি হালাল হওয়ার পরে বাইতুল্লাহর তাওয়াফের আগে (তাঁকে সুগন্ধি মাখিয়ে দিয়েছি)।
عن عائشة رضي الله عنها قالت: طيبت رسول الله صلى الله عليه وسلم لحرمه حين أحرم ولحله قبل أن يطوف بالبيت
