ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৬০
মিনা ত্যাগের পরে বিদায়ি তাওয়াফের পূর্বে মুহাসসাব প্রান্তরে অবস্থান করা
(১৪৬০) তাবিয়ি নাফি’ বলেন, ইবন উমার রা. (মিনা ত্যাগ করে বিদায়ি তাওয়াফের জন্য মক্কায় প্রবেশের পূর্বে মক্কার প্রবেশ মুখে) মুহাসসাব প্রান্তরে অবস্থান করাকে সুন্নত মনে করতেন।
عن نافع أن ابن عمر رضي الله عنهما كان يرى التحصيب سنة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৬০ | মুসলিম বাংলা