ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৫০
হজ্ব - উমরার অধ্যায়
কঙ্কর কীভাবে নিক্ষেপ করতে হবে
(১৪৫০) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিক্ষিপ্ত কাঁকরের মধ্যে যা কবুল হয় তা উঠিয়ে নেওয়া হয়। তা না হলে তুমি দেখতে তা জমা হয়ে পাহাড়ের মতো হয়ে গিয়েছে।
كتاب الحج
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: ما يقبل منها يرفع ولولا ذلك لرأيتها مثل الجبال
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৫০ | মুসলিম বাংলা