ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৪৯
কঙ্কর কীভাবে নিক্ষেপ করতে হবে
(১৪৪৯) আব্দুর রহমান ইবন উসমান তাইমি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে আমাদেরকে নির্দেশ প্রদান করেন যে, কঙ্কর নিক্ষেপের সময় আমরা আঙ্গুল দিয়ে ছোড়ার মতো ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করব।
عن عبد الرحمن بن عثمان التيمي رضي الله عنه قال : أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نرمي الجمار بمثل حصى الخذف في حجة الوداع
