ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৫১
মাথা মুণ্ডনের পরে স্ত্রী-সম্ভোগ ছাড়া বাকি সবকিছু হালাল হয়ে যায়
(১৪৫১) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে তখন তার জন্য (ইহরামের কারণে যা কিছু নিষিদ্ধ হয়েছিল সেগুলোর) সবকিছু হালাল হয়ে যাবে, শুধুমাত্র স্ত্রী-সম্ভোগ বাদে।
عن عائشة رضي الله عنها مرفوعا: إذا رمى أحدكم جمرة العقبة فقد حل له كل شيء إلا النساء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৫১ | মুসলিম বাংলা