ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৪৬
কখন তালবিয়া পাঠ বন্ধ করতে হবে
(১৪৪৬) ইবন মাসউদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে লক্ষ্য করছিলাম। দেখলাম যে, তিনি জামরাতুল আকাবায় প্রথম কঙ্করটি নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকেন।
عن عبد الله رضي الله عنه قال: رمقت النبي صلى الله عليه وسلم فلم يزل يلبي حتى رمى جمرة العقبة بأول حصاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৪৬ | মুসলিম বাংলা