ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৪৫
কখন তালবিয়া পাঠ বন্ধ করতে হবে
(১৪৪৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পাঠ করতেই থাকেন।
عن ابن عباس رضي الله عنهما لم يزل النبي صلى الله عليه وسلم يلبي حتى رمى جمرة العقبة... ثم قطع التلبية مع آخر حصاة
