ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৪৭
হজ্ব - উমরার অধ্যায়
কখন তালবিয়া পাঠ বন্ধ করতে হবে
(১৪৪৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উমরাহ পালনের সময় যখন হাজারে আসওয়াদ স্পর্শ করতেন তখন থেকে তালবিয়া পাঠ থামিয়ে দিতেন।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما يرفع الحديث أنه كان يمسك عن التلبية في العمرة إذا استلم الحجر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৪৭ | মুসলিম বাংলা