আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৯৬
৩১২৫. বার্ধক্যকালে (খিযাব লাগানো সম্পর্কে) বর্ণনা।
৫৪৭৬। মালিক ইবনে ইসমাঈল (রাহঃ) ......... উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহাব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে আমার পরিবারের লোকেরা এক পেয়ালা পানিসহ উম্মে সালামা রাঃ এর কাছে পাঠাল। (উম্মে সালামার কাছে রক্ষিত) একটি রূপার (পানি ভর্তি) পাত্র থেকে (আনাসের পুত্র) ইসরাঈল তিনটি আঙ্গুল দিয়ে কিছু পানি তুলে নিল। ঐ পাত্রের মধ্যে নবী (ﷺ) এর কয়েকটি চুল মুবারক ছিল। কোন লোকের যদি চোখ (বদনযর) লাগতো কিংবা অন্য কোন রোগ দেখা দিত, তবে উম্মে সালামা রাঃ এর কাছ থেকে পানি আনার জন্য একটি পাত্র পাঠিয়ে দিত। আমি সে পাত্রের মধ্যে একবার লক্ষ্য করে দেখলাম, তাতে লাল রংয়ের কয়েকটি চুল আছে।
