আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৯৭
৩১২৫. বার্ধক্যকালে (খিযাব লাগানো সম্পর্কে) বর্ণনা।
৫৪৭৭। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহাব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (একবার) আমি উম্মে সালামার (রাযিঃ) নিকট গেলাম। তখন তিনি নবী (ﷺ) এর কয়েকটি চুল বের করলেন, যাতে খিযাব লাগানো ছিল।
আবু নুআইম ......... ইবনে মাওহাবের সূত্রে বর্ণনা করেছেন যে, উম্মে সালামা (রাযিঃ) তাকে (ইবনে মাওহাব) নবী (ﷺ) এর লাল রংয়ের চুল দেখিয়েছেন।
আবু নুআইম ......... ইবনে মাওহাবের সূত্রে বর্ণনা করেছেন যে, উম্মে সালামা (রাযিঃ) তাকে (ইবনে মাওহাব) নবী (ﷺ) এর লাল রংয়ের চুল দেখিয়েছেন।
