আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৭৫
আন্তর্জাতিক নং: ৫৮৯৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩১২৫. বার্ধক্যকালে (খিযাব লাগানো সম্পর্কে) বর্ণনা।
৫৪৭৫। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... সাবিত (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রাযিঃ) কে নবী (ﷺ) এর খিযাব লাগানো সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ নবী (ﷺ) খিযাব লাগাবার অবস্থা পর্যন্ত পৌছেননি। আমি যদি তার সাদা দাঁড়িগুলো গুণতে চাইতাম, তবে সহজেই গুণতে পারতাম।
كتاب اللباس
باب مَا يُذْكَرُ فِي الشَّيْبِ
5895 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ: سُئِلَ أَنَسٌ، عَنْ خِضَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّهُ لَمْ يَبْلُغْ مَا يَخْضِبُ، لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتِهِ فِي لِحْيَتِهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)